পাথারকান্দি (অসম), ১৯ আগস্ট (হি.স.) : পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণ মোহন সিনহা মেমোরিয়্যাল ষোল দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে রবিবার থেকে। স্থানীয় মুণ্ডমালা খেলার মাঠে বিকেল তিনটায় আকর্ষণীয় এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে বৃহত্তর এলাকার ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। উদ্বোধনী ম্যাচে পাথারকান্দি ইলিভেন স্টার বাজারিছড়া ব্ল্যাক টাইগারের মুখোমুখি হবে। এর আগে এদিন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সার্কেল অফিসার, থানার ইন্সপেক্টর ওসি, পাথারকান্দি মণ্ডল বিজেপির বিভিন্ন কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
2023-08-19