নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির পরিধি বৃদ্ধি ও প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বুধবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির পরিধি বৃদ্ধি ও প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এতে খরচ হবে ১৪,৯০৩ কোটি টাকা। তিনি আরও জানান, কর্মীদের দক্ষতা বাড়াতে ভারত সরকার বিশ্বকর্মা প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পে ৩০ লক্ষ পরিবার উপকৃত হবে।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী গতানুগতিক দক্ষতাসম্পন্ন মানুষদের সমর্থন করার জন্য ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা’ প্রকল্প অনুমোদন করেছেন। এই প্রকল্পের অধীনে উদার শর্তে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে। প্রসঙ্গত, লাল কেল্লার প্রাচীর থেকে স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, বিশ্বকর্মা পুজোর দিন থেকে ১৩-১৫ হাজার কোটি টাকার ওই প্রকল্প শুরু হবে।