আগরতলা, ১৬ আগস্ট।। উপ নির্বাচনে লড়াই করবে না তিপ্রা মথা এবং কংগ্রেস। তবে তারা বামেদের সমর্থন করবেন কিনা সেই বিষয়ে স্পষ্ট কিছুই জানান নি।
এদিকে মঙ্গলবার রাতে ২০ বক্সনগর এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বক্সনগর থেকে প্রার্থী হয়েছেন তফাজ্জল হোসেন এবং ধনপুরে প্রার্থী হয়েছেন বিন্দু দেবনাথ। এদিকে কংগ্রেস প্রদেশ সভাপতি আশীষ সাহা বুধবার জানিয়েছেন তারা দুটি কেন্দ্রে প্রার্থী দেবে না। এদিকে তিপ্রা মথা পার্টির তরফে বিরোধী দল নেতা অনিমেষ দেববর্মাও পরিষ্কার জানিয়েছেন তারা এই উপ নির্বাচনে প্রার্থী দিচ্ছে না। একপ্রকার বিরোধী দলগুলি একজোটে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এদিকে দিল্লি থেকে সর্বভারতীয় বিজেপি মঙ্গলবার রাতের বেলা প্রার্থী তালিকার নাম ঘোষণা করেছে। যদিও দুটি মুখই নতুন। জনগণের আস্হা ফেরাতে দুজন প্রার্থীকেই সেভাবে বেছে নিয়েছে দলের হাই কমান্ড। যদিও বহু জল্পনা কল্পনা ছিল প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যকে প্রার্থী তালিকায় রাখতে পারে দল। কিন্তু তালিকায় সিলমোহর পরার পর দেখা গেছে নাম নেই রাজীব ভট্টাচার্যের। দলীয় সূত্রে খবর ধনপুর এবং বক্সনগর দুটি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি শীর্ষ নেতৃত্ব দলের কার্যকর্তাদের ও স্থানীয় মানুষের দাবি অনুযায়ী দুজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন।আগামী ১৭ই আগস্ট দুজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করবেন বলে দলীয় সূত্রে খবর। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রীরা ইতিমধ্যে ঝাঁক বেধে দুটি বিধানসভা কেন্দ্রেই ঝাপাবে বলে জানা যায়। কারণ দুটি বিধানসভা কেন্দ্রে বাম দুর্গ, তাই দলের জন্য লড়াই অত্যন্ত কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার শেষ জয়ের হাসি কে হাসে। তার দিকেই তাকিয়ে রাজ্যবাসী।