গুয়াহাটি, ১৪ আগস্ট (হি.স.) : মহাত্মা গান্ধী চেয়েছিলেন, স্বাধীনতা লাভের পর কংগ্রেসকে বিলুপ্ত করেতে। বক্তা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ উপলক্ষ্যে গুয়াহাটিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা আরও বলেন, স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার জন্য কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন মহাত্মা গান্ধী। দেশের স্বাধীনতার জন্য লড়াকু যোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, জাতি সর্বদা তাঁদের অবদান স্মরণ করবে, যার জন্য দেশ এখন বিভেদ ছাড়াই স্বাধীনভাবে বাঁচতে সক্ষম।
মহাত্মা গান্ধী যখন নেতাদের দেশের স্বার্থে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন, তখনও তাঁরা (কংগ্রেসিরা) তাঁদের রাজনৈতিক স্বার্থে চলছিলেন, এই অভিযোগ তুলে কংগ্রেসের নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মহাত্মা গান্ধী কংগ্রেস দল থেকে বেরিয়ে এসে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি এ-ও বলেছিলেন, কংগ্রেসের মূল লক্ষ্য ভারতের স্বাধীনতা। তাই স্বাধীনতা পরবর্তী পার্টির অস্তিত্ব থাকা উচিত নয়।
মহাত্মার যুক্তি ছিল, স্বাধীনতার পর কংগ্রেসকে কোনও বিতর্কে জড়ানো ঠিক হবে না। খিলাফত এবং অন্যান্য আন্দোলনের সময় গান্ধীর ভূমিকা নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছিল। কিন্তু আমরা যখন ইতিহাসের দিকে ফিরে তাকাই, তখন আমরা দেখতে পাই, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না।’
প্রসঙ্গক্রমে তিনি প্রধানমন্ত্রী প্রদত্ত বক্তৃতার উদ্ধৃতি দিয়ে বলেন, নরেন্দ্র মোদী স্পষ্ট বলেছেন, মহাত্মা গান্ধীকে হত্যার জন্য নাথুরাম গডসেকে দেশ কখনও ক্ষমা করবে না, একজন খুনিকে তাঁর কর্মের জন্য ক্ষমা করা যায় না।