ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট।। লাইফ মেম্বাররাও এবার সরব হয়েছেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের একাধিক আজীবন সদস্য টিএফএ-র সচিবকে এড্রেস করে বিতর্কিত সম্প্রতি অতি আলোচিত বিষয় নিয়ে বিবেচনা করার আর্জি জানিয়েছেন। প্রথমত, আসন্ন এ-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টে ৮ দলের স্থলে ৯টি দলকে খেলানো প্রসঙ্গ। দ্বিতীয়তঃ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের লীগ রুলস-এর ৪ নম্বর ধারার ব্যবহারিক দিক প্রসঙ্গে। এগিয়ে চলো সংঘ আগেই এই বিষয়টি নিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সকাশে পত্র দিয়েছে। একই বিষয় নিয়ে এবার ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের আজীবন সদস্যরাও সরব হয়েছেন। আজীবন সদস্য সুমন দে, অশ্বিনী ধানুক এবং দীপক বণিক যৌথ স্বাক্ষরিত এক পত্রে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন সচিব সকাশে প্রেরণ করা হলে টিএফএ তে আজ, সোমবার তা গৃহীত হয়। বিষয়টি এখন কোন পর্যায়ে কার্যকরী হয় তাই এখন দেখার বিষয়।