BRAKING NEWS

সামাজিক ক্লাবগুলিকে নিরপেক্ষতা বজায় রেখে সমাজের জন্য কাজ করতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ আগস্ট : ক্লাব যারা পরিচালনা করেন তাদের দায়িত্ব অনেক বেশি। তাদেরকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হয়। রবিবার আগরতলা বড়দোয়ালিস্থিত এন.বি.আর.সি ক্লাবের নতুন ভবনের উদ্বোধন ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক মেগা রক্তদান শিবিরে উপস্থিত থেকে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এইদিন প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সুচনা করেন তিনি। পরে ফলক উন্মোচন করে ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করে ক্লাব ঘরটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন একটা সময় ক্লাবে ক্লাবে ঝামেলা লেগে থাকত। বর্তমানে সেই কালচার নেই। সরকার সমাজের পরিবর্তন চাইছে। সমাজের জন্য কাজ করাই হচ্ছে ক্লাবের কাজ। অনেক বড় বড় সমস্যার সমাধান ক্লাবের মাধ্যমে সম্ভব হয়।

মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন এক ইউনিট রক্ত দিয়ে চার জনের জীবন বাঁচানো সম্ভব হয়। রক্তদান নিয়ে অনেকের মধ্যে ভুল ধারনা রয়েছে। অনেকে মনে করে রক্তদান করলে শরীর খারাপ হতে পারে। বাস্তব ঠিক তার উল্টোটা। রক্তদান করলে শরীরে কোন রোগ থাকলে জানা যায়। সকলে রক্তদান করতে পারে না। নিয়মিত রক্তদান করলে ৬৫ বছর বয়স পর্যন্ত রক্তদান করা যায়। রক্তদান করলে অনেক রোগ থেকে মুক্ত থাকা যায়। রক্তদানের থেকে আর কোন বড় দান নেই। রক্তদানের মধ্য দিয়ে আত্ম তৃপ্তি পাওয়া যায় বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছারাও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *