রায়পুর, ১৩ আগস্ট(হি.স) : ছত্তিশগড়ে রবিবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ছত্তিশগড়ের কোরবা জেলার পাসান এলাকায় ভূমিকম্প অনুভূত হয় বলে সূত্রের তরফে জানা গিয়েছে।
ওই এলাকায় রবিবার সকালে হঠাৎ মাটি কেঁপে ওঠায় এলাকার মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ভূমিকম্পের কারণে ওই এলাকার অনেক বাড়ির দেওয়ালেও ফাটল দেখা দিয়েছে।
কোরবা জেলার পাসানের পাশাপাশি প্রতিবেশী গোরেলা পেন্দ্রা মারওয়াহি জেলাতেও মানুষ কম্পন অনুভব করেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫। রবিবার সকাল ৯.৯ মিনিটে এই ভূমিকম্প হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে। যদিও ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

