আগরতলা, ১২ আগস্ট : মেরা মিট্টি মেরা দেশ কর্মসূচীর অনুষ্ঠিত হয় কমলপুরের কলাছড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। প্রথমে সকালে বৃক্ষরোপন করা হয়। তারপরে ছাত্র ছাত্রীদের নিয়ে ৱ্যালী অনুষ্ঠিত হয়। শেষে বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পাশাপাশি অবসর প্রাপ্ত সৈনিকদের সংবর্ধনাও দেওয়া হয়।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্পা দাস, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারপার্সন সুব্রত মজুমদার, সমাজ সেবক অরূপ চৌধুরী সহ আরও অনেকেই।

