প্যারিস, ১২ আগস্ট (হি.স.) : ইংলিশ চ্যানেলে নৌকা ডুবি । ফ্রান্স থেকে ব্রিটিশ উপকূলে আসার সময় ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবারের এই দুর্ঘটনায় নৌকা থেকে ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, শনিবার ভোরের দিকে দুর্ঘটনার খবর পায় ফ্রান্সের সানগেত্তে শহর কর্তৃপক্ষ। পরে ভোর ৬টায় উদ্ধার অভিযান শুরু করা হয়। শহরের মেয়র ফ্রাঙ্ক দেশন জানিয়েছেন, একইসঙ্গে শরণার্থীবাহী কয়েক ডজন নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। সেগুলোর মধ্যে কয়েকটি মারাত্মক অসুবিধার মধ্যে পড়ে। ৫৩ জনকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছে।
৬ অভিবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফ্রান্সের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা দ্য মেরিটাইম প্রিফ্রেকচার। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা অভিযান শুরুর পর উপকূলীয় শহর সেনেগাত্তের কাছে মরদেহগুলো শনাক্ত করেছিল। সানগেত্তে শহরের মেয়রের বরাত দিয়ে সংস্থাটি আরও জানিয়েছেন ঘটনাস্থলসহ আশপাশে বড় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।