আইজল, ১০ আগস্ট (হি.স.) : মিজোরামে বিপুল পরিমাণের বিদেশি সিগারেট এবং বাৰ্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছেন আসাম রাইফেলস-এর সারচিপ ব্যাটালিয়ন ও কাস্টমস্ প্ৰিভেন্টিভ-এর যৌথ দল।
প্রাপ্ত খবরে প্রকাশ, চাম্পাই জেলার জোখাওথর এলাকায় আসাম রাইফেলস-এর সারচিপ ব্যাটালিয়ন ও কাস্টমস্ প্ৰিভেন্টিভ-এর যৌথ দল অভিযান চালিয়ে ২৮ কাৰ্টুন বিদেশি সিগারেট, ৫৭ কাৰ্টুন বিয়ার এবং ১০ কাৰ্টুন বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্তকৃত অবৈধ সামগ্ৰীগুলির আন্তর্জাতিক কালোবাজারে মূল্য প্ৰায় ৩৯.৫ লক্ষ টাকা হবে বলে জানানো হয়েছে।
এদিকে অবৈধ বাৰ্মিজ সুপারির বিরুদ্ধে চাম্পাই জেলার নুগুর এলাকায় অভিযান চালিয়েছিল আসাম রাইফেলস-এর সারচিপ ব্যাটালিয়ন ও কাস্টমস্ প্ৰিভেন্টিভ-এর যৌথ দল। যৌথ দলের অভিযানে ১০০ বস্তা বাৰ্মিজ সুপারি বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্তকৃত সুপারিগুলির কালোবাজারি মূল্য প্ৰায় ৫৬ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে আসাম রাইফলস-এর সূত্র। সূত্রটি জানিয়েছে, ওই সব বিদেশি সামগ্ৰীগুলি মায়ানমার থেকে ভারতের বিভিন্ন প্রান্তে পাচারের জন্য মজুত করে রাখা হয়েছিল।