আন্তর্জাতিক আসরে সাফল্য কুড়িয়ে রাজ্যে ফিরলেন ক্যারাটে খেলোযাড়রা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।।পদক গলায় জড়িয়ে রাজ্যে ফিরলেন খেলোয়াড়রা। রাজ্যে ফিরেই পেলেন বিপুল সংবর্ধনা। মহাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে। রাজ্য স্পোর্টস ক্যারাটে সংস্থার পক্ষ থেকে। দেশের রাজধানীতে অনুষ্ঠিত হয়েছিলো আন্তর্জাতিক উন্মুক্ত ক্যারাটে প্রতিযোগিতা। ৪-‌৬ আগস্ট। আসরে মোট ৩ টি স্বর্ণ সহ ১১ টি পদক জয় করেছে ত্রিপুরা। এককথায় দুরন্ত সাফল্য। আসর শেষ করে সোমবার দুপুরের বিমানে রাজ্যে আসেন খেলোয়াড়রা। বিমান বন্দরের পদক জয়ীদের ফুলের মালা পড়ানোর পাশাপাশি মিষ্টিমুখ করানও হয়। আসরে ত্রিপুরাকে স্বর্ণপদক এনে দেন যোগেন্দ্র মারাক এবং সুব্রত শর্মা  এবং হৃদয় মারাক। এছাড়া ব্রোঞ্জ পদক জয় করেছিলো শাঙ্কি কর্মকার,অক্ষিতা মজুমদার,অভিপ্সা নাথ,উদয় দে,বিপ্রজিৎ সাহা,সুহানা ঘোষ, প্রীয়া দেবনাথ এবং শুভ্রজিৎ সিনহা। মোট ১২ জন আসরে অংশ নিয়েছিলো ত্রিপুরা থেকে। শহরে পা রেখে ত্রিপুরা দলের কোচ কৃষ্ণ সূত্রধর বলেন,”দুরন্ত পারফরম্যান্স। এমন পারফরম্যান্স আশা করিনি। এবারের সাফল্য আগামীদিনে আরও ভালো খেলতে উৎসাহিত করবে”।‌‌