কলকাতা, ৭ আগস্ট (হি.স.) : টাকা দিয়ে চাকরি কেনার অভিযোগে ৪ শিক্ষককে গ্রেফতার করা হয়। সোমবার বিশেষ সিবিআই আদালত ওই চারজনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ওই ৪ শিক্ষককে আদালত থেকে সরাসরি জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ধৃতদের বিরুদ্ধে টাকা দিয়ে চাকরি কেনার অভিযোগ উঠেছিল। সিবিআই চার্জশিটে ওই ৪ জনকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছিল। এদিন তাঁদের চারজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আলিপুর আদালতের বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়। অভিযুক্তরা এরপর আদালতে আত্মসমর্পণ করেন। তাঁদের জামিনের আর্জি খারিজ করে সরাসরি জেল হেপাজতের নির্দেশ দেন বিচারপতি।