ক্যানিং, ৭ আগস্ট (হি.স.) : গত দুমাস আগে ক্যানিংয়ের মিঠাখালি এলাকায় একটি চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে ক্যানিংয়ের বয়ারসিং গ্রাম থেকে কবির হোসেন মোল্লা নামে এক ব্যক্তিকে রবিবার রাতে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ। ধৃতের কাছ থেকে বেশ কিছু চুরির মালপত্রও উদ্ধার করেছে তদন্তকারীরা।
পুলিশ সূত্রের খবর, বাসন্তীর বাসিন্দা অভিযুক্ত ওই ব্যক্তি ক্যানিং এলাকায় একাধিক চুরির ঘটনায় যুক্ত। এলাকায় চুরি করার পর জায়গা বদল করে করে ভাড়া বাড়ি থাকতে শুরু করে সে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ।