BRAKING NEWS

আমেরিকার ক্রিকেটকে জনপ্রিয় করতে ক্রিকেট একাডেমি করছেন রোহিত শর্মা

মুম্বাই, ৬ আগস্ট (হি.স.): ভারত অধিনায়ক রোহিত শর্মা আমেরিকাতে ক্রিকেট একাডেমি তৈরি করছেন। সিঙ্গাপুর এবং জাপানে রোহিতের রয়েছে

‘ক্রিকিংডম’ নামে দুটো একাডেমি। এ বার জাপান ও সিঙ্গাপুরের পর আমেরিকাতেও তৈরি হচ্ছে রোহিতের ‘ক্রিকিংডম’ ক্রিকেট একাডেমি। ওয়েস্ট ইন্ডিজএ টি-টোয়েন্টি সিরিজে রোহিত নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর রয়েছে এশিয়া কাপ। আর এর ফাঁকে রোহিত গিয়েছিলেন আমেরিকায়। সেখানে তাঁর ক্রিকেট একাডেমি তৈরি হবে। তার জন্যই গিয়েছিলেন এক অনুষ্ঠানে যোগ দিতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গেছে আমেরিকার মানুষজন রোহিতকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন।

সম্প্রতি আমেরিকায় প্রথম বারের মতো যে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ আয়োজিত হয়েছিল সেই টুর্নামেন্টে প্রথম খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি এমআই নিউ ইয়র্ক। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের আগে সে দেশে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার উদ্যোগ নিলেন রোহিত শর্মা।অবশ্যই পাশে থাকছে এমএলসি।

আমেরিকায় রোহিত তাঁর ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করার জন্য যে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেখানে জানিয়েছেন, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আমেরিকায় অনুষ্ঠিত হবে। তাই সেখানে এই ক্রিকেট একাডেমি তৈরি করে আমেরিকার

ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *