ফতেহপুর,৩ আগস্ট (হি.স.):বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন পড়ুয়া হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেহপুরে। স্কুলে টিফিনের সময় মাঠে খেলা করছিল পড়ুয়ারা তখনই এইচটি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যায় তারা। ছাত্ররা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় তাদের চিৎকার শুনে আশেপাশে উপস্থিত শিক্ষকরা শিক্ষার্থীদের তাদের ওই স্থান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফতেপুরের অসোথার থানা এলাকার বাজাহা কুটির কাছে শিব বোধন সিং ইন্টার কলেজের ছাত্ররা আজ দুপুরের খাবারের বিরতির সময় মাঠে খেলছিল। এতে হাই টেনশন লাইন থেকে কারেন্টের কবলে পড়ে তিন শিক্ষার্থী সাইফুল (১২), ইশান (১০) ও রেহান (১০)। বিদ্যুৎস্পৃষ্ট হওয়া শিশুটির বাবা আশাদ জানান, বিদ্যালয়ে দুপুরের খাবারের বিরতির পর শিশুরা মাঠে খেলছিল, তখন বৃষ্টির কারণে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে মাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা ঝলসে যায়।
ট্রমা সেন্টারে নিযুক্ত চিকিৎসক দেবেন্দ্র কুমার ভার্মা জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া তিন শিশুকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সব ছাত্ররাই এখন আশঙ্কামুক্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।