দায়রা আদালতের রায়ই বহাল, এএসআই-কে জ্ঞানবাপী মসজিদে সমীক্ষায় অনুমতি এলাহাবাদ হাইকোর্টের

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): বারাণসীর জেলা দায়রা আদালতের রায়কেই বহাল রাখল এলাহাবাদ হাইকোর্ট। বারাণসীর জ্ঞানবাপী মসজিদ চত্বরে ভারতের পুরাতাত্বিক সর্বেক্ষণ সংস্থা (আর্কিয়োলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই)-কে সমীক্ষার কাজ শুরু করার অনুমতি দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্টের এই রায়ে খুশি হিন্দু পক্ষ। হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেছেন, “এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, জ্ঞানবাপী মসজিদ চত্বরে এএসআই সমীক্ষার কাজ শুরু করতে পারবে। দায়রা আদালতের রায় বহাল রেখেছে হাইকোর্ট।” এএসআই-এর সমীক্ষাকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মুসলিম পক্ষ, মুসলিম পক্ষের সেই আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

এর আগে গত ২৪ জুলাই, বারাণসীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার কাজ শুরু করে দিয়েছিল ভারতের পুরাতাত্বিক সর্বেক্ষণ সংস্থা (আর্কিয়োলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই)। বারাণসী জেলা আদালতের নির্দেশ মতো ওই দিন সকাল সাতটা থেকে শুরু হয় সমীক্ষার কাজ। মন্দিরের ধ্বংসাবশেষের ওপর এই মসজিদ নির্মিত হয়েছিল কিনা, তা জানতে ‘জ্ঞানবাপী- স্রিঙ্গার গৌরি’ মামলায় বারাণসী জেলা দায়রা আদালত এএসআই-কে এই সমীক্ষার নির্দেশ দেয়। কিন্তু, সেই সমীক্ষার ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুসলিম পক্ষ।

ওই দিনই বারাণসীর জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর বৈজ্ঞানিক সমীক্ষার কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, ২৬ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত জ্ঞানবাপী মসজিদ চত্বরে ভারতের পুরাতাত্বিক সর্বেক্ষণ সংস্থা (আর্কিয়োলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই) কোনও সমীক্ষা করতে পারবে না। অবশ্য মুসলিম পক্ষকে এলাহাবাদ হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেয় সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দিয়েছে, জ্ঞানবাপী মসজিদ চত্বরে ভারতের পুরাতাত্বিক সর্বেক্ষণ সংস্থা সমীক্ষার কাজ শুরু করতে পারবে। একইসঙ্গে মুসলিম পক্ষের আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।