কলকাতা, ১ আগস্ট (হি.স.) : দুর্নীতি করেই কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। এমনই বিস্ফোরক অভিযোগ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর । কো-অপারেটিভের মাধ্যমে ফ্ল্যাট দেওয়ার নাম করে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগে নাম উঠে এসেছে তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানের।
তার বিরুদ্ধে ইডির কাছে অভিযোগ জানিয়ে এসেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তারপর থেকেই এনিয়ে নানা জল্পনা উসকে উঠেছে। টলিউড নায়িকা তথা বসিরহাটের সাংসদের বিরুদ্ধে শঙ্কুদেব পণ্ডার অভিযোগ, কো-অপারেটিভ সিস্টেমের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে ৫ লক্ষ ৫৫ হাজার করে টাকা দেন তাঁরা। তাঁদের দাবি, ওই সময় ওই কোম্পানির একজন ডিরেক্টর ছিলেন বর্তমান তৃণমূল সাংসদ নুসরত জাহান। এই সংস্থাটি ওড়িশার বলে জানা গিয়েছে। প্রতারিতদের অভিযোগ, তাঁদের বলা হয়েছিল পরবর্তী চার বছরের মধ্যে ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে। তবে ২০১৮ সালের পরও ফ্ল্যাট পাননি তাঁরা। এরপর আদালতের দ্বারস্থ হন। পরে আদালতের নির্দেশেই পুলিশ তদন্ত শুরু করে। যদিও প্রতারিতদের আরও দাবি, মোট ৪২৯ জনের কাছ থেকে যে টাকা ওই কোম্পানির অ্যাকাউন্টে গিয়েছিল, তার থেকেই ওই কোম্পানির ডিরেক্টররা ব্যক্তিগত ফ্ল্যাট কেনেন। যার মধ্যে নুসরত জাহানও রয়েছেন।
এবিষয়ে মঙ্গলবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বয়স্ক অনেকে তাঁর কাছে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন। সেকারণেই তিনি শঙ্কুদেবকে ইডির-র কাছে পাঠিয়ে নুসরতের বিরুদ্ধে অভিযোগ করেছেন। প্রবীণ মানুষদের টাকা দিয়েই নুসরত ফ্ল্যাট কিনেছে বলে দাবি তাঁর। এবিষয়ে নুসরতক জানিয়েছেনপুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির কাছে অভিযোগ জানানো হয়েছে। তাই এখনই এবিষয়ে কোনও মন্তব্য করবেন না তিনি।