বি-ডিভিশন ফুটবল : জয় দিয়েলীগ অভিযান শেষ কল্যাণ সমিতির

কল্যাণ সমিতি: ৩
ভারতরত্ন সংঘ: ১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।। কল্যাণ সমিতির কাছে পরাজিত ভারতরত্ন সংঘ। ফের জয় ছিনিয়ে লিগ অভিযান শেষ করেছে কল্যাণ সমিতি। চ্যাম্পিয়ন, রানার্স কে উঅধরা হলেও ৮ দলীয় বি-ডিভিশন লিগ ফুটবলে এপর্যন্ত ৫টি জয়ের সুবাদে কল্যাণ সমিতি তৃতীয় শীর্ষে উঠে এসেছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভবিষ্যতের কথা চিন্তা করে কল্যাণ সমিতির পক্ষে এটাও দারুন খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন ফুটবলের আসর এখন শেষ পর্যায়ে। ৮ দলীয় আসরের ২৬ তম ম্যাচে আজ, সোমবার কল্যাণ সমিতি ৩-১ গোলের ব্যবধানে ভারতরত্ন সংঘকে পরাজিত করে পঞ্চম জয়ের স্বাদ পেয়েছে। ৫ ম্যাচে জয়ের সুবাদে ১৫ পয়েন্ট পেয়ে কল্যাণ সমিতি পয়েন্ট তালিকার তৃতীয় শীর্ষে উঠে এসেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ, সোমবার বিকেলের প্রথমার্ধের খেলা এক এক গোলে ড্র তে বিরাজ করছিল। ১২ মিনিটের মাথায় ব্যঞ্জামিনের প্রথম গোল কল্যাণ সমিতিকে এক শূন্যতে এগিয়ে দেয়। তবে ১৯ মিনিটের মাথায় ভারতরত্ন সংঘের কেলভিন ডার্লিং গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। ডিপি আর্থে একচেটিয়া খেলে কল্যাণ সমিতি। ৫৫ মিনিটের মাথায় বেঞ্জামিনের দ্বিতীয় গোল এবং ৭২ মিনিটের মাথায় লাল থেলানের গোলে ব্যবধান ৩-১ হয়। পরবর্তী সময়ে দুদলের মধ্যে পরস্পরবিরোধী খেলা দেখা গেলেও আর গোলের সুযোগ কেউ বের করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলায় ব্যঞ্জামিনকে আবার রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন খেলায় অসদাচরনের দায়ে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, কার্তিক দাস, শিবজ্যোতি চক্রবর্তী ও প্রতাপ দাস। দিনের খেলা: ত্রিপুরা স্পোর্টস স্কুল বনাম ব্লাড মাউথ ক্লাব, বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।