দেহরাদুন, ২৮ জুলাই (হি.স.) : বদ্রীনাথ ধাম নিয়ে সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্যের বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
মুখ্যমন্ত্রী ধামি টুইট করেছেন যে তিনি বিশ্বের কোটি কোটি হিন্দুদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু এবং চর ধামের অন্যতম ভু বৈকুণ্ঠ শ্রী বদ্রীনাথ ধামের অস্তিত্ব নিয়ে সমাজবাদী পার্টির নেতার করা অশালীন মন্তব্যের তীব্র নিন্দা করেন। ধামি আরও লেখেন, সমাজবাদী পার্টির সর্বোচ্চ নেতার স্ত্রী ডিম্পল যাদব, যিনি উত্তরাখণ্ডের কন্যা, আমি চাই তিনি তার দলের নেতাকে জবাব দিন যিনি এই ধরনের বিঘ্নিত চিন্তাভাবনা করেন।
উত্তরাখণ্ডের পবিত্র ধর্মীয় স্থান বদ্রিনাথ ধাম নিয়ে বিতর্কিত বক্তব্য করেন স্বামী প্রসাদ মৌর্য। মৌর্য বলেন, বদ্রীনাথ অষ্টম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ ধর্মের স্থান ছিল। বৌদ্ধ মন্দির ধ্বংস করে বদ্রীনাথ মন্দির তৈরি করা হয়েছে। এসপি নেতার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে উত্তরাখণ্ডের সাধু-সন্তানদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।