ভোপাল, ২৮ জুলাই (হি.স.) : মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিজের প্রতিদিনের বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার রাজধানী ভোপালের শ্যামলা পাহাড়ে অবস্থিত স্মার্ট উদ্যানে বট, কদম এবং মহুয়ার চারা রোপণ করেছেন। এই সময়, হরিয়ানার সুভাষ চন্দ্র বিষ্ণোই, যিনি ভূগর্ভস্থ জল সংরক্ষণের জন্য একটি সাইকেল সফরে গিয়েছিলেন তিনিও মুখ্যমন্ত্রী চৌহানের সাথে চারা রোপণ করেন।
উল্লেখ্য, হরিয়ানার সুভাষ চন্দ্র বিষ্ণোই ভূগর্ভস্থ জল সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে সাইকেল সফরে গিয়েছেন। এখনও পর্যন্ত ২২টি রাজ্যে ২৩হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শনিবার ভোপাল পৌঁছেছেন তিনি। মুখ্যমন্ত্রী চৌহানের সাথে, পবন শর্মা, আনন্দ শর্মা এবং শকুন্তলা কুশওয়াহা তাঁর জন্মদিনে চারা রোপণ করেন। বৃক্ষরোপণে অংশ নেন তাদের স্বজনরাও।

