২০১৪ সালের পর থেকে ভারতে এমবিবিএস আসনের সংখ্যা ১১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): ভারতে মেডিকেল কলেজের সংখ্যা ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, ২০১৪ সালের আগে যা ছিল ৩৮৭, এখন তা ৭০৪। এমবিবিএস আসন সংখ্যা ১১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, ৫১ হাজার ৩৪৮ থেকে বেড়ে হয়েছে ১,০৭,৯৪৮। শুক্রবার সংসদে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া।

লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া জানান, দেশে স্নাতকোত্তর (পিজি) মেডিকেল আসনের সংখ্যাও ১১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, ২০১৪ সালের আগে যা ছিল ৩১,১৮৫, এখন তা ৬৭,৮০২। মান্ডভিয়া জানান, “বিদ্যমান জেলা/রেফারাল হাসপাতালের সঙ্গে সংযুক্ত নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য” কেন্দ্রীয়ভাবে স্পনসরড স্কিম (সিএসএস)-এর অধীনে গত পাঁচ বছরে ১০১টি মেডিকেল কলেজ অনুমোদিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *