গণতন্ত্রের প্রতি কোনও আগ্রহ, বিশ্বাস নেই প্রধানমন্ত্রী মোদীর : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): গণতন্ত্রের প্রতি কোনও আগ্রহ, বিশ্বাস নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজস্থান সফরের নিন্দা করে খাড়গে বলেছেন, “সংসদের অধিবেশন চলছে, আমরা দাবি করছি প্রধানমন্ত্রী এখানে এসে বক্তব্য রাখুন। কিন্তু তিনি রাজস্থানে রাজনৈতিক বক্তৃতা ও প্রচার করছেন। তিনি যখন সেখানে যেতে পারেন, তাহলে আধা ঘণ্টা সংসদে এসে বক্তব্যও তো রাখতে পারেন।”

এরপরই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “গণতন্ত্রের প্রতি কোনও আগ্রহ নেই তাঁর, গণতন্ত্রের প্রতি তাঁর বিশ্বাস নেই। তিনি গণতন্ত্র ও সংবিধান রক্ষা করতে চান না। তিনি সংসদকে অসম্মান করছেন।”

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজস্থানের সিকারে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন।