কাঁটাতারের বেড়া কেটে কৈলাসহরের সীমান্ত গ্রামে দুঃসাহসিক চুরি ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷  কৈলাসহর শহরে খোদ থানার নাকের ডগায় দু:সাহসিক চুরি সংগঠিত হয়৷  পুলিশের ভুমিকা নিয়ে বড়সড় প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এলাকাবাসীরা জানায় যে, গভীর রাতে কৈলাসহর পুর পরিষদের দুই নং ওয়ার্ডের বৌলাপাশা এলাকায় বাংলাদেশের চোরের দল  ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটা তার কেটে বিপ্লব মালাকারের বাড়িতে ঢুকে একটি গরু এবং দুটো বাইসাইকেল চুরি করে নিয়ে যায়৷ এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতংক বিরাজ করছে৷ এলাকা বাসীরা জানায় যে, মংগলবার রাত আনুমানিক তিনটা নাগাদ বাংলাদেশের তিনজনের এক চোরের দল ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটা তার কেটে বৌলাপাশা এলাকায় প্রবেশ করে বিপ্লব মালাকারের বাড়িতে ঢুকার সময় পাশের বাড়ির ষাট বছরের ললিত নম দেখে ফেলে৷ সাথে সাথেই তিনজন চোরের মধ্যে  একজন ললিত নমের গলায় ধারালো দা ধরে রেখে চিৎকার না দেবার জন্য বলে৷ ষাট বছরের ললিত নম ভয়ে চুপচাপ ছিলো৷ বিপ্লব মালাকার পেশায় মাছ ব্যবসায়ী৷ বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়ি মাছ ফেরি করে বিক্রি করে পরিবার প্রতিপালন করেন বিপ্লব মালাকার৷ অভাবী বিপ্লবের বাড়িতে ঢুকে গরু এবং বাইসাইকেল চুরি করে নিয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন বিপ্লব৷ এভাবে শহর এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাটা তার কেটে চুরি হওয়ায় বিশেষ করের থানার তিনশো মিটারের মধ্যে এবং বৌলাপাশা এলাকার বি.এস.এফ ক্যাম্পের পঞ্চাশ মিটারের মধ্যে আন্তর্জাতিক সীমান্তের কাটা তার কেটে চুরি হয়ে যাওয়ায় পুলিশ এবং বি.এস.এফের ভুমিকা নিয়ে বড়সড় প্রশ্ণ উঠছে৷ এই ঘটনার খবর পেয়ে কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, বিশিষ্ট সমাজসেবী সিদ্ধারত দত্ত সহ আরও অনেকেই সংশ্লিষ্ট এলাকায় গিয়ে খোঁজ খবর নেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *