নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ শ্যালকের ছুরির আঘাতে আহত ভগ্ণিপতি৷ ঘটনা বিশালগড় ঘনিয়ামারা এলাকায়৷ঘটনার বিবরণে জানা যায় ,মিঠুন দাস তার মায়ের উপর আক্রমণ চালায় পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে৷ ঠিক সেই সময় ভগ্ণিপতি নান্টু দাস ছুটে যান শাশুড়িকে বাঁচাতে৷ ঠিক সেই সময় শালক মিঠুন দাস ভগ্ণিপতি নান্টু দাসের উপর ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে৷শালকের ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ভগ্ণিপতি৷ স্থানীয়রা দেখতে পেয়ে নিয়ে আসেন মহাকুমা হাসপাতালে৷ সেখান থেকে ছুটে আসেন বিশালগড় থানায়৷ অভিযুক্ত শালক মিঠুন দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ ঘটনা স্থল থেকে পালিয়ে যায় শালক মিঠুন দাস৷ অভিযুক্ত শালক মিঠুন দাসকে আটক করতে ময়দানে নেমেছে পুলিশ৷