মাহদা, ২২ জুলাই (হি. স.) : পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ১.৪৬ লক্ষ টাকার জাল নোট সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। তাদের নাম বসির মিয়া (৫০) ও সাদ্দাম হোসেন (৩১)।
এসটিএফ এসপি ইন্দ্রজিৎ বসু শনিবার বিকেলে জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই দুই সন্দেহভাজনকে মালদা জেলার আংরেজি বাজার থানার অন্তর্গত বান্ধু কুকুর এলাকায় ঘিরে ফেলা হয়েছিল এবং আটক করা হয়। তল্লাশি করার পরে তাদের কাছ থেকে ৫০০টাকার জাল নোট উদ্ধার করা হয়েছিল। জানা গিয়েছে, দু’জনেই জাল নোট মালদায় নিয়ে গিয়েছিলেন এবং বিহারে নিয়ে গিয়ে খরচ করতে চলেছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য অন্য সহযোগীদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

