আগরতলা, ১৯ জুলাই (হি.স.) : উচ্চশিক্ষা সংক্রান্ত নয় দফা দাবিতে শিক্ষা দপ্তরে অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে এসএফআই -এর রাজ্য কমিটির তরফে ৬ সদস্যের প্রতিনিধি দল।
এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, রাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে শিক্ষক স্বল্পতার জন্য ছাত্র ছাত্রীদের পঠনপাঠনে ব্যাঘাত ঘটছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষকের ঘাটতি রয়েছে। মূলত, কলেজে গেস্ট লেকচারার দিয়ে পঠনপাঠন হচ্ছে।
তাঁর আরও অভিযোগ, ত্রিপুরায় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির পরিকাঠামো উন্নয়ন এবং পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ না করে জাতীয় শিক্ষা নীতি প্রনয়ণ করা হয়েছে। তাতে রাজ্যের শিক্ষা নীতিকে গুঁড়িয়ে দেওয়ার এবং ছাত্র ছাত্রীদের ভবিষ্যত ধ্বংসের পথে নিয়ে যাওয়ার লক্ষ্যে উচ্চ শিক্ষায় জাতীয় শিক্ষা নীতি প্রনয়ণ করার পরিকল্পনা নিচ্ছে। তাই আজ নয় দফা দাবি নিয়ে উচ্চ শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন তাঁরা।