মুম্বই, ১৭ জুলাই (হি.স.): বিরোধীদের বৈঠকে যোগ দিচ্ছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। তবে, ১৭ জুলাই (সোমবার) নয়, শরদ পওয়ার বেঙ্গালুরুতে আয়োজিত বিরোধীদের বৈঠকে যোগ দেবেন মঙ্গলবার, ১৮ জুলাই। শরদ পওয়ারের সঙ্গে ওই দিন বিরোধীদের বৈঠকে যোগ দেবেন সুপ্রিয়া সুলেও।
সোমবার সকালে মহারাষ্ট্র তথা জাতীয় রাজনীতিতে গুঞ্জন চলছিল, বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে যোগ দেবেন না শরদ পওয়ার। কিন্তু, সেই গুঞ্জনে জল ঢেলে দিয়ে সোমবার সকালে এনসিপি মুখপাত্র মহেশ তাপাশে টুইট করে জানান, ১৮ জুলাই বিরোধীদের বৈঠকে যোগ দেবেন শরদ পওয়ার ও সুপ্রিয়া সুলে।