আগরতলা, ১৫ জুলাই (হি.স.) : প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আজ আগরতলা টাউন হলে একমাস ব্যাপী প্লাস্টিক মুক্ত ত্রিপুরা অভিযানের শুভ সূচনা অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। পাশাপাশি এদিন তিনি প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়তে জন সাধারণকে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্লাস্টিকের মধ্যে প্রায় ১৩ হাজার রাসায়নিক পদার্থ রয়েছে। গবেষনায় জানা গেছে প্লাস্টিকে প্রায় ৩ হাজার ২০০ এমন রাসায়নিক পদার্থ রয়েছে যা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই এই ধরনের প্লাস্টিক ব্যবহারের ফলে মানুষের শরীরে নানা রোগ তৈরি হচ্ছে।
সাথে তিনি যোগ করেন, মানব সভ্যতার উন্নতির পথে প্লাস্টিক এক অভিশাপ হয়ে দাড়িয়েছে। পরিবেশকে রক্ষা করা জনগনের দায়িত্ব ও কর্তব্য। তাই প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়তে সমস্ত জনগণকে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন।
পাশাপাশি এদিন তিনি সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, বাড়িঘরের আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট জায়গায় রাখতে এবং এলাকার পরিচ্ছন্নতার দায়িত্ব নিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

