নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জোলাইবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠীত হয় এক সাংগঠনিক আলোচনা সভা৷ সংগঠনকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা৷ শুক্রবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জোলাইবাড়ি কমিউনিটিহলে এক সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়৷ মূল লক্ষ্য সংগঠনকে আরো শক্তিশালী করে তোলা ও আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করা৷ এই লক্ষ্যকে সামনে রেখে আজকের দিনে জোলাইবাড়ি কমিউনিটি হলে আলোচনাসভার আয়োজন করা হয়৷ আজকের এই সাংগঠনিক আলোচনাসভায় ব্যাপকহারে কর্মীসমর্থকদের সমাগম ঘটে৷ বিজেপির উদ্দ্যোগে আয়োজিত আজকের এই সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা,জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অজয় রিয়াং, যুব মোর্চার প্রদেশ কমিটির সভাপতি তথা টি আই ডি সির চেয়ারম্যান নবাদল বনিক, প্রদেশ বিজেপির সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপির দক্ষিন জেলার সভাপতি শঙ্কর রায়, দক্ষিন জেলার জেলাপরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দরা৷ আজকের আলোচনা সভার মাধ্যমে সাংগঠনিক বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী৷ সাংগঠনিক আলোচনা সভা শেষে জোলাইবাড়ি বিজেপির নতুন মন্ডল কার্যালয়ের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ একই দিনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শান্তির বাজার মুকুট অডিটরিয়ামে ৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপির কার্যকর্তাদের নিয়ে এক সাংগঠনিক আলোচনা সভায় মিলিত হন৷ মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়৷
2023-07-14