দলীপ ট্রফির ফাইনালে পশ্চিমাঞ্চলকে চাপে রেখে চালকের আসনে দক্ষিণাঞ্চল

দক্ষিণাঞ্চল: ২১৩,

পশ্চিমাঞ্চল: ১২৯/৭

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই।। দুর্দান্ত বোলিং বিদ্যাথ কাবেরাপ্পার। সঙ্গে ভ্যাশাকও রয়েছে সাফল্যের তালিকায়। মোটকথা, দলীপ ট্রফির ফাইনাল ম্যাচের লাগাম এখন দক্ষিণাঞ্চলের হাতেই। ব্যাটিং ব্যর্থতার দায়ে প্রথম ইনিংসে পশ্চিমাঞ্চল কিছুটা পিছিয়ে রয়েছে। এখনও পশ্চিমাঞ্চল ৮৪ রানে পিছিয়ে, হাতে উইকেট বর্তমান তিনটি। দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টি বিঘ্নিত হওয়ায় পুরো খেলা সম্ভব হয়নি। দুদিনে প্রায় ৬০ ওভার খেলা কম হয়েছে। আখেরে ম্যাচ সরাসরি ফয়সালা হয় কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ তৈরি হচ্ছে। স্বাভাবিক কারণে দু-দলই এখন প্রথম ইনিংসে লিড নেওয়ার লক্ষ্যে মরিয়া। পশ্চিমাঞ্চল যথেষ্ট চেষ্টা চালাবে আগামীকাল ম্যাচের তৃতীয় দিনের প্রথম বেলায় রানের গতির পাশাপাশি দৃঢ়তার সঙ্গে ব্যাট চালিয়ে ৮৫ রান সংগ্রহ করে লিড নেওয়ার। পক্ষান্তরে দক্ষিণাঞ্চলের টার্গেট শেষ তিনটি উইকেটকে যত তাড়াতাড়ি সম্ভব প্যাভেলিয়নে ফেরত পাঠানো। দক্ষিণাঞ্চল আজ ১৮২ রানের পাশাপাশি তিন উইকেট হাতে নিয়ে খেলা শুরু করে ৩১ রান যোগ করে ২১৩ রানে ইনিংস শেষ করে নেয়। ওয়াশিংটন সুন্দর ২২ রানে অপরাজিত থাকেন। জববে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল দিনের অবশিষ্ট সময়ে ৪৫ ওভার ব্যাট করার সুযোগ পায়। ইতোমধ্যে সাত উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করেছে । দলের পক্ষে ওপেনার পৃথ্বী শাহ-র ৬৫ রান উল্লেখযোগ্য। এ শেঠ পাঁচ রানে এবং জাদেজা চার রানে উইকেটে রয়েছেন। দক্ষিণাঞ্চলের বিদ্যাথ কাবেরাপ্পা ৪৪ রানে চারটি ভ্যাশাক দুইটি এবং কৌশিক একটি উইকেট পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *