উদয়পুর (ত্রিপুরা), ১২ জুলাই (হি.স.) : ৫১ শক্তিপীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দীঘিতে মানুষের একটি খুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ বুধবার সকালে প্রাতঃভ্রমণকারীরা কল্যাণসাগর দীঘিতে ভাসমান একটি মাথার খুলি দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী, মন্দির ট্রাস্টের ম্যানেজার এবং মাতাবাড়ি পঞ্চায়েতের প্রধান মণ্টুচন্দ্র দাসকে খবর দেন।
খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে গিয়ে জলে ভাসমান মাথার খুলি বলে নিশ্চিত হলে মন্দির কর্তৃপক্ষ তড়িঘড়ি রাধাকিশোরপুর থানায় খবর পাঠান। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশ জানিয়েছে, একটি মানুষের মাথার খুলি উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মাথার খুলিটি অন্য কোনও জায়গা থেকে এনে কল্যাণসাগর দীঘিতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের শনাক্ত করা যায়নি, তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দীঘিতে আরও কিছু থাকতে পারে সন্দেহে চলছে তল্লাশি, জানিয়েছেন জনৈক পুলিশ অধিকারিক।
মাতাবাড়ি মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী উদ্বেগ প্রকাশ করে বলেন, মাথার খুলি যদি মানুষের হয়ে থাকে, তা-হলে জল ব্যবহার সংক্রান্ত বিভিন্ন নিয়ম-কানুন মেনে চলার পদ্ধতি সংশোধন করা প্রয়োজন। সাথে তিনি জানিয়েছেন, কল্যাণসাগর দীঘির জলকে শুদ্ধিকরণ করা হবে।
এদিকে, খুলির অতিরিক্ত কঙ্কাল বা দেহাবশেষ উদ্ধার করতে পারেনি পুলিশ। উদ্ধারকৃত মাথার খুলিটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য তেপানিয়ায় গোমতি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অধিকারিক জানিয়েছেন, দীঘিতে আরও কিছু থাকতে পারে সন্দেহে বিকাল থেকে শুরু হয়েছে তল্লাশি। এনডিআরএফ-এর ২৭ জন জওয়ান জলে নেমে তল্লাশি শুরু করেছেন।
এ বিষয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, আজ সকালে দীঘির জল থেকে বহু পুরনো মানুষের মাথার একটি খুলি উদ্ধার হয়েছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে বেরিয়ে আসবে কতদিন পুরনো মাথার খুলি উদ্ধার হয়েছে। তাঁর কথায়, উদয়পুরে কোথাও খুনের ঘটনা শোনা যায়নি। তাছাড়া, তিনি মন্দির কর্তৃপক্ষকে তড়িঘড়ি দীঘির জল শুদ্ধিকরণের নির্দেশ দিয়েছেন।
মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের পুকুরের পবিত্র জলে মানব কঙ্কালের মাথার খুলি পাওয়ার ঘটনায় গোটা উদয়পুর মহকুমায় তীব্র চাঞ্চল্য ছাড়িয়েছে। মন্দির কর্তৃপক্ষ উদ্বেগজনক এ ঘটনার পেছনের উৎস, উদ্দেশ্য শনাক্ত করা এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিচারেরও দাবি জানিয়েছেন।