নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ ধলাই জেলার গন্ডা ছড়ায় বিরোধী শিবিরে ভাঙ্গন দেখা দিয়েছে৷ বিরোধীরা পাহাড়ী এলাকায় নিজেদের অস্তিত্ব বজায় রাখতে রীতিমতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে৷ দীর্ঘদিনের নেতৃত্ব ও কর্মীর সমর্থকরা দল ত্যাগ করে শাসক দলের পতাকা তলে সামিল হতে শুরু করেছেন৷ তাতে রীতিমতো বেকায়দায় পড়েছে বিরোধী শিবির৷
লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবের বড়সড় ভাঙন দেখা দিয়েছে৷ ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে গন্ডাছড়া মহকুমায় জোর কদমে চলছে শাসক দলে শামিল হওয়ার প্রবণতা৷ বুধবার গন্ডাছড়ার নারিকেল কুঞ্জ এডিসি ভিলেজে সিপিআইএম এবং তিপরা মথা দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হলেন ৬৪ পরিবারের ১৬৪ ভোটার৷ সিপিআইএম যুব নেতা সুভাষ চাকমা এবং রাকেশ চাকমার নেতৃত্বে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়৷ যোগদান সভায় উপস্থিত ছিলেন যুব মোর্চা রাজ্য কমিটির সহ সম্পাদক বিপিন দেববর্মা, মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, বিজেপি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ চাকমা সহ অন্যান্যরা৷ এই যোগদান সভায় নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরন করে নেয় উপস্থিত নেতৃত্বরা৷ বিরোধী শিবির ছেড়ে শাসক দলে শামিল হয়ে তারা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে দিশায় দেশ পরিচালনা করছেন তাতে আকৃষ্ট হয়ে তারা বিরোধী শিবির ছেড়ে শাসকদলের পতাকা তলে শামিল হয়েছেন৷ তারা বিলম্বে হলেও বুঝতে পেরেছেন বিরোধী শিবিরের থেকে রাজ্যের এবং দেশের উন্নয়ন সম্ভব হবে না৷ উন্নয়ন কর্মযজ্ঞের সাথী হওয়ার জন্যই তারা বিরোধী শিবির ছেড়ে শাসক দলে শামিল হয়েছেন৷
2023-07-12