BRAKING NEWS

কৈলাসহরে মহকুমা শাসককে ডেপুটেশন সিপিআইএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ কৈলাসহর মহকুমার জনজীবনের সমস্যাসম্বলিত নয় দফা দাবিতে  সি.পি.আই.এম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যেগে মিছিল করে স্মারকলিপি দেওয়া হয় মহকুমা শাসককে৷ সোমবার দুপুরে পার্টির মহকুমা দপ্তরের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের নেতাজী কর্নার, স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক, ভগিনী নিবেদিতা দ্বাদশ সুকল, কৈলাসহর থানা, টাউনহল হয়ে মহকুমাশাসক অফিসের সামনে যায়৷ সেখানে পার্টির মহকুমা সম্পাদক বিশ্বরুপ গোস্মামীর নেতৃত্বে সাতজনের প্রতিনিধিদল মহকুমা শাসকের অনুপসিতিতে মহকুমাশাসক অফিসের ডেপুটি মেজেষ্ট্রেট মতিলাল দেববর্মার হাতে স্বারকলিপি তোলে দেন৷ ডেপুটেশনে মহকুমা কমিটির সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সি.পি.আই.এম নেতা কান্তিলাল দেব, রনজিৎ দেবনাথ, মুটুক আলী, নীলকান্ত সিনহা, প্রসেনজিৎ গুন ও নারী নেত্রী আনোয়ারা বেগম৷ ডেপুটেশন শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিশ্বরুপ গোস্মামী বলেন যে, রাজ্যের গ্রামপাহাড়ে কাজ খাদ্যের চরম সংকট তৈরী হয়েছে৷গ্রাম-পাহাড় সর্বত্র কাজ ও খাদ্যে সুনিশ্চিত করা,রেগা ও টুয়েপ প্রকল্পে কাজের দিন ও মজুরি বৃদ্ধি করা,দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা,প্রধানমন্ত্রী আবাস যোজনায় জিও ট্রেক হওয়া সত্বেও যেসকল সুবিধাভোগীর নাম বাতিল হয়েছে তাদেরকে অর্নভুক্ত করা সহ সকল গৃহহীন পরিবারকে ঘর নির্মান করে দেওয়া,গ্রাম-পাহাড় সর্বত্র প্রত্যেক পরিবারে বিশুদ্ধ পানীয়জল সুনিশ্চিত করা,জেলা ও মহকুমা হাসপাতালে প্রয়োজনমতো বিশেষজ্ঞ ডাক্তার,নার্স নিয়োগ করে পরিকাঠামো উন্নয়ণ করা,পুর এলাকায় ভাঙ্গা রাস্তা সংস্কার করে যানবাহন চলাচলে উপযোগী করা,নদীর বাঁধ সংস্কার করা,ভুতুড়ে বিল বন্ধ করে বিদ্যুৎ পরিসেবা উন্নত করা,সামাজিক ভাতা প্রতিমাসে নিয়মিত দেওয়া ও ’স্বদেশ দর্শন’ প্রকল্পে ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়নে বরাদ্দকৃত প্রজক্টের কাজ দ্রুত শেষ করা৷ সোমবারের গণ ডেপুটেশনে শহর ও আশপাশ অঞ্চলের প্রচুর মানুষেরা সামিল ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *