বহরমপুর, ৯ জুলাই (হি. স.) : ভোটে হিংসার বলি হওয়া মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী এলাকার মৃত কংগ্রেস কর্মীর বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । রবিবার নওদা থানার গঙ্গাধারী এলাকার নিহত কংগ্রেস কর্মী হাজি নিয়াকত শেখের বাড়িতে যান অধীর চৌধুরী। নিহত পরিবারের লোকজন অধীরকে দেখে কান্নায় ভেঙে পড়েন।
শনিবার ভোটের দিন ভোট দিতে যাওয়ার পথে বোমা মারা হয় হাজি নিয়াকত শেখকে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঘন্টা কয়েক পরে মৃত্যু হয় ওই কংগ্রেস কর্মীর। ওইদিনই হাসপাতালে ওই কংগ্রেস কর্মীকে দেখতে যান অধীর চৌধুরী। রবিবার ওই কংগ্রেস কর্মীর গ্রামের বাড়িতে পৌঁছালেন অধীর, পরিবারকে জানালেন সমবেদনা।
এই বিষয়ে এদিন অধীর চৌধুরী বলেন, এই পরিবারের আরেক সদস্যকে ২০-২২ বছর আগে আমরা হারিয়েছি। একজন নির্বিবাদ মানুষকে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় মেরে ফেলা হল। নৃশংসভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
ভোটর দিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। সেখানে হিংসার বলি হয়েছেন পাঁচ জন। তাছাড়া বিভিন্ন জায়গায় বোমাবাজির অভিযোগ ওঠে। ভরতপুরে ভোট পরবর্তী হিংসারও অভিযোগ উঠেছে। সেখানে বোমাবাজিতে একজন জখম হয়েছেন।

