নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ বামুটিয়া বিধানসভার উত্তর রামনগর এলাকায় সিপিআইএম দল ছেড়ে ৩৩১ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন৷ এদিন বিজেপি দলে যোগদান হয়ে অনেক নবাগত ২৫ বছর সিপিআইএমের শাসনকালের তীব্র সমালোচনা করেন৷ এদিন মন্ত্রী টিনু রায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাজের প্রশংসা করে বলেন দরিদ্র মানুষদের আত্মসম্মানের সাথে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছে এই সরক৷ যাদের ঘর নেই তাদের ঘর প্রদান, যাদের জমি নেই সে সমস্ত চা শ্রমিকদের জমি প্রদান থেকে শুরু করে একজন মানুষ সম্মানের সঙ্গে বাঁচার জন্য যা যা করা দরকার তার সমস্ত কিছুই দায়িত্ব নিয়ে পালন করেছে এই সরকার৷ এদিন দলের রাজ্য সম্পাদিকা পাপিয়ার দত্ত, মন্ত্রী টিনু রায়, মন্ডল সভাপতি বীজু পাল এবং বাবুকে প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন৷
2023-07-09