স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা, অল্পতে প্রাণ রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ কৈলাসহর ছনতৈল মুসলিমপল্লী এলাকার বাসিন্দা আব্দুল মতিনের মেয়ে রাহেনা বেগমের সামাজিক ভাবে বিবাহ হয় বিগত সাত বছর পূর্বে সফরিকান্দি ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ছাতির আলির ছেলে আনোয়ার উদ্দিনের সাথে৷ তাদের সংসারে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়৷ সেই কন্যা সন্তানটি জন্ম হওয়ার পর তাদের সংসারে বাঁধে অশান্তি৷ আনোয়ার উদ্দিন বলে কেন তাদের কন্যা সন্তান জন্ম হয়েছে৷ তাই বলে আনোয়ার উদ্দিন তার স্ত্রী রাহেনা বেগমকে বেধরক মারপিট চালাত বলে অভিযোগ৷ এ নিয়ে একাধিকবার সালিশি সভা হলেও কাজের কাজ কিছুই হয়নি৷ এমনকি আনোয়ার উদ্দিন বাংলাদেশে বিভিন্ন ধরনের নেশা সামগ্রী পাচার বাণিজ্যের সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ৷ তার শ্বশুর বাড়ির লোকজন এ কাজে বাধা দিলেও সে তাতে কর্ণপাত করেনি৷ বর্তমানে তার স্ত্রী পাঁচ মাসের গর্ভবতী থাকা সত্ত্বেও সে তার স্ত্রীকে প্রানে মারার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে বলে অভিযোগ৷  রাহেনা বেগমকে অযথা আনোয়ার উদ্দিন বেধড়ক মারপিট চালাতে শুরু করে৷ স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে খবর পাঠায় রাহেনা বেগমের বাপের বাড়িতে৷ ঘটনাস্থলে বাপের বাড়ির লোকেরা গিয়ে দেখতে পায় রাহেনা বেগমের গলায় ফাঁস লাগিয়ে প্রাণে মারার চেষ্টা করছে তার স্বামী আনোয়ার উদ্দিন৷ এরপর আনোয়ার উদ্দিনের হাত থেকে রাহেনা বেগমকে রক্ষা করে রাহেনা বেগমের বাপের বাড়ির লোকেরা৷ বর্তমানে গুরুতর আহত অবস্থায় রাহেনা বেগম কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ পাশাপাশি পনের দাবিতেও একাধিকবার আনোয়ার উদ্দিন তার স্ত্রী রাহেনা বেগমকে মারধর করেছে বলে জানা যায়৷ পাশাপাশি আনোয়ার উদ্দিনের এই কাজে উৎসাহ দিত তার পরিবারের লোকেরা৷  বিষয়টি নিয়ে ইরানি থানায় আজ রাহেনা বেগম তার স্বামী আনোয়ার উদ্দিন এবং আনোয়ার উদ্দীনের চার ভাই মোট ৫ জনের বিরুদ্ধে  লিখিত  অভিযোগ দায়ের করে৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *