কলকাতা, ৬ জুলাই (হি. স.) : রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনায় পিস কনফারেন্স’ থেকে সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভাঙড়, ক্যানিং, বাসন্তী সহ রাজ্যের বিভিন্ন অংশে বেলাগাম সন্ত্রাস চলেছে বলে অভিযোগ করেন রাজ্যপাল।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাজ্যপাল বলেন, ‘রাজ্যে একের পর এক খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য নির্বাচন কমিশন দায় নিতেই পারে। বাংলার মাথা নত হেঁট হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনার আপনাকে বলছি, এখনও সময় রয়েছে। মানুষের কাছে যান, তাঁদের সঙ্গে কথা বলুন। আপনার এক দফায় ভোট ঘোষণা করেছেন। কেউ আপনাদের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। এমনকী কলকাতা হাইকোর্টও নয়। দয়া করে মানুষের দাবি শুনুন।’
তিনি আরও বলেন, ‘আমি মা-শিশুদের কান্না শুনেছি। বাসন্তী, ক্যানিং, ভাঙড়, চোপড়া, মুর্শিদাবাদ, মালদা সহ একাধিক জায়গায় বেলাগাম সন্ত্রাস হয়েছে। আগুন নিয়ে খেলা হয়েছে। মানুষের জীবন ও রক্ত নিয়ে খেলা হয়েছে। পঞ্চায়েত ভোটে রাজ্যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ। এই রক্তপাতের রাজনীতি বন্ধ হওয়া উচিত। অশ্বত্থমা নয় দ্রোণাচার্যের দায়িত্ব পালন করা উচিত কমিশনের। এখনও সময় আছে, মানুষের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করুন ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করুন। প্রয়োজন অনুযায়ী বাহিনী মোতায়েন করুন। ভুয়ো ব্যালট ছাপানোর বিরুদ্ধে পদক্ষেপ করুন। আপানার একটা ফোন মানুষের জীবন বাঁচাতে পারে।’
রাজ্যপাল বলেন, ‘শুধু বিজেপি নয়, কংগ্রেস, তৃণমূল সহ সব রাজনৈতিক দলের লোকেরাই আমার সঙ্গে দেখা করেছেন। আমি তাঁদের সকলের সঙ্গে কথা বলেছি। রাজনীতি করা আমার কাজ নয়। কিন্তু শেষ রক্তবিন্দু থাকা অবধি সন্ত্রাস বন্ধে আমি আমার দায়িত্ব পালন করে যাব।’
প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক জেলায় সন্ত্রাস ও খুনের ঘটনা ঘটেছে। অনেকগুলি প্রাণ ঝড়ে গিয়েছে। সন্ত্রাস বন্ধে উদ্যোগী হয়ে রাজভবনে পিস রুম খোলেন রাজ্যপাল। এর পাশাপাশি সন্ত্রাস বন্ধে ভাঙড় থেকে কোচবিহার ছুটে গিয়েছেন তিনি।