বাইক ও রিক্সার মধ্যে সংঘর্ষে আহত ছাত্রী সহ তিন

আগরতলা, ৩ জুলাই (হি.স.) : বাইক ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন কলেজ পড়ুয়া ছাত্রী সহ তিন জন। রাজধানী আগরতলায় শ্রীকৃষ্ণ মন্দির সংলগ্ন বনমালীপুর এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং সাথে সাথে পুলিশ ও দমকলবাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন।

আহত কলেজ পড়ুয়া ছাত্রী জানিয়েছেন, আজ  সকালে রিক্সা চেপে মহিলা কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। তখন শ্রীকৃষ্ণ মন্দির সংলগ্ন বনমালীপুর এলাকায় আসা মাত্র রিক্সাটির সাথে  টিআর০১এএইছ৪৯০১ নম্বরের বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। তাতে তিনি ও রিক্সার চালক এবং বাইক চালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।সঙ্গে সঙ্গে তাঁরাই দমকলবাহিনী ও পুলিশকে খবর দেন। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

ওই ছাত্রী আরও জানিয়েছেন, রিক্সা ও বাইক উভয়ের গতি বেশী থাকার কারণে দূর্ঘটনাটি ঘটেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *