মুম্বই, ৩০ জুন (হি.স.): তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে তুলনা করলেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত। একইসঙ্গে জেলবন্দী তামিলনাড়ুর মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে বরখাস্ত করার জন্য আর এন রবির তীব্র সমালোচনা করেছেন সঞ্জয় রাউত। তাঁর মতে, কাউকে বরখাস্ত করা মুখ্যমন্ত্রীর এক্তিয়ার।
শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “এটা ঠিক নয়, সরকার থেকে কাউকে বরখাস্ত করা মুখ্যমন্ত্রীর এক্তিয়ার। মহারাষ্ট্রেও নবাব মালিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু সরকার তাঁর পদত্যাগ নেয়নি। কিন্তু তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি যেভাবে আচরণ করেছেন, তাতে ভগৎ সিং কোশিয়ারি থেকে একধাপ এগিয়ে বলে মনে হচ্ছে। বিজেপি শাসিত নয়, এমন রাজ্যে সংবিধান লঙ্ঘন করছে।”

