BRAKING NEWS

বর্তমান এই সময় উপভোগ করতে এবং নিজেদের দায়িত্বও পালন করতে হবে : ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): বর্তমান এই সময় ভারতের। এই মুহূর্তকে উপভোগ করে নিজেদের দায়িত্ব পালন করা উচিত আমাদের। বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন, “ভারত হল প্রাচীনতম গণতন্ত্র। ভারত গণতন্ত্রের জননী। সংসদের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী প্রতিবার একটিই কথা বলেন, ”যাহি সময়, সহি সময়”, ”বর্তমান এই মুহূর্ত ভারতের মুহূর্ত”। আমাদের এই মুহূর্তটি উপভোগ করা উচিত এবং নিজেদের দায়িত্বগুলি পালন করা উচিত।”

জাতীয় শিক্ষানীতি প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “দিল্লি বিশ্ববিদ্যালয়ের শততম বছর পূর্ণ হওয়ায় আমাদের দায়িত্বও বেড়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় শিক্ষানীতি (এনইপি) বাস্তবায়িত হয়েছে। গত ৩ বছরে জাতীয় শিক্ষানীতি সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য আমি দিল্লি বিশ্ববিদ্যালয়কর অভিনন্দন জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *