হাসিমারা, ৩০ জুন (হি. স.) : হাসিমারা পুলিশ ফাঁড়ির অধীন কোদালবস্তি জঙ্গলের একটি নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ছাত্রের। বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে বের হয়েছিল দশম শ্রেণির পড়ুয়া। স্কুলে না গিয়ে কয়েকজন ছাত্র নদীতে স্নান করতে যায়। সেখানেই জলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সোহেশ বিশ্বকর্মা(১৫)। সে হাসিমারা কেন্দ্রীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এদিন সোহেশ ও তার তিন সহপাঠী স্কুলে না গিয়ে চলে যায় কোদালবস্তির জঙ্গলে। সেখানে একটি নদীতে স্নান করার সময় ওই ছাত্র নদীতে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ওই ছাত্রকে নদী থেকে তুলে আনেন। দ্রুত তাকে স্থানীয় বায়ুসেনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হাসিমারা ফাঁড়ির পুলিশ হাসপাতালে পৌঁছে মৃত ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে হাসিমারা ফাঁড়িতে যান সোহেশের বাবা। তিনি বলেন, ‘ছেলে বাড়িতে স্কুলে যাচ্ছি বলে বের হয়েছিল।‘