আগামীকাল থেকে উদয়পুরে দুদিনব্যাপী রাজ্য ক্যারাটে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন।।দুদিনব্যাপী রাজ্য ক্যারাটে প্রতিযোগিতা শুরু ১ জুলাই থেকে । উদয়পুরে ভগিনী নিবেদিতা গার্লস এইচ এস স্কুলে, ত্রিপুরা সতোকান ক্যারাটে অ্যাসোসিয়েশন এবং ক্যারাটে স্কুল সতোকান সংস্থার উদ্যোগে হবে আসর। বিভিন্ন বিভাগে যেমন অনূর্ধ্ব ৫ বছর, অনূর্ধ্ব ১০ বছর, অনূর্ধ্ব ১৪ বছর, অনূর্ধ্ব ১৬ বছর এবং অনূর্ধ্ব ১৮ বছর ও তার বেশি বয়স বিভাগে বিভিন্ন ওজনের ক্যাটাগরিতে ছেলে, মেয়ে এবং পুরুষ, মহিলাদের বিভাগে খেলা অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে ১ জুলাই দুপুর ২ টা থেকে। চলবে ২ রা জুলাই বিকাল ৩ টা পর্যন্ত । প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক খেলোয়াড়দের আগামীকাল বিকেলের মধ্যে ৯৮৬২৩২৪৪১৫ নম্বরে যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। রাজ্য সংস্থার সভাপতি অমিত পোদ্দার এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *