চোপড়ায় ভুটভুটির সঙ্গে ছোটগাড়ির সংঘর্ষে জখম ৪ জন

চোপড়া, ২৯ জুন হি. স.) : উত্তর দিনাজপুরের চোপড়া থানার তিনমাইল এলাকার জাতীয় সড়কে ভুটভুটির সঙ্গে ছোটগাড়ির সংঘর্ষে জখম হলেন ৪ জন। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি অভিমুখী একটি ছোটগাড়ির সঙ্গে ভুটভুটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে ভুটভুটি ও ছোটগাড়িটি জাতীয় সড়ক থেকে ছিটকে নীচে নেমে যায়। যার জেরে ছোটগাড়িতে থাকা ৩ আরোহী ও ভুটভুটি চালক সহ চারজন আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *