BRAKING NEWS

দেশ ও রাজ্যের সেবায় এগিয়ে আসার জন্য ছাত্রছাত্রীদের কাছে আবেদন পরিবহন মন্ত্রীর

আগরতলা, ২৬ জুন (হি. স.) : উচ্চশিক্ষায় সুশিক্ষিত হয়ে ভালো মানুষ না হলে সমাজকে রক্ষা করা যাবে না। তাই প্রত্যেক ছাত্র ছাত্রীদের কাছে আবেদন, ভালো মানুষ হয়ে দেশ ও রাজ্যের সেবায় নিয়োজিত হন। আজ ১০-মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত অনুষ্ঠানে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি আরও বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৭৫০ জন কৃতী ছাত্রছাত্রী অনেক প্রতিবন্ধকতা ও প্রতিকূলতাকে জয় করে জীবনের দ্বিতীয় সবচেয়ে বড় পরীক্ষাতে সফল হয়েছেন।

আজকের অনুষ্ঠানে সংবর্ধিত ছাত্র-ছাত্রীরা নতুন আশা নিয়ে উচ্চশিক্ষায় সুশিক্ষিত হয়ে সফল মানুষ হিসাবে দেশের এবং রাজ্যের সেবায় নিয়োজিত হবে বলে দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *