কলকাতা, ২৬ জুন (হি.স.): “বাদ যাওয়া ৮২ প্রার্থীর মনোনয়ন আবারও খতিয়ে দেখতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে ।অভিযোগ সঠিক হলে তাঁদের ভোটে লড়াই করা অনুমতি দিতে হবে। আচমকাই ৮২ জন আইএসএফ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার বিরোধিতায় করা মামলায় সোমবার এমনই রায় দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাঁর নির্দেশ, অভিযোগ বৈধ হলে ৮২ জনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ার জন্য কমিশনকে নির্দেশ দেন বিচারপতি। তবে কমিশনকে ২৮ জুনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শেষদিনে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, বিরোধী প্রার্থীদের নিরাপত্তা দিয়ে মনোনয়নের ব্যবস্থা করতে হবে। কিন্তু ভাঙড়ে দুপুরের পর অশান্তি ছড়ায়। বোমাবাজি হয়। গুলি চলে। প্রাণ যায় তিনজনের। ফলে বহু আইএসএফ প্রার্থী সময়ের মধ্যে মনোনয়ন কেন্দ্রে পৌঁছতে পারেননি। পরে তাঁদের মনোনয়ন গ্রহণ হয়। স্ক্রুটিনিতেও কোনও সমস্যা হয়নি। আচমকা স্ক্রুটিনির পর কমিশনের ওয়েবসাইট থেকে বাদ যায় তাঁদের নাম। এরপরই হাই কোর্টের দ্বারস্থ হন ভাঙরের ৮২ জন আইএসএফ প্রার্থী। সেই মামলায় সোমবার হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, সব অভিযোগ খতিয়ে দেখতে হবে কমিশনকে। অভিযোগ বৈধ হলে ৮২ জনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ার জন্য কমিশনকে নির্দেশ দেন বিচারপতি। তবে কমিশনকে ২৮ জুনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। তবে আদালতে এই আবেদন গ্রহণের বিরোধিতা করেছিল কমিশন ও রাজ্য।