ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন।। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দিগন্ত রায়। নয় রাউন্ডের খেলায় ৮ পয়েন্ট পেয়ে দিগন্ত চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। ৪৯ তম ত্রিপুরা রাজ্য সিনিয়র ওপেন ফিডে রেটিং সিলেকশন চ্যাম্পিয়নশিপ আজ সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক দাবাড়ু বিস্ময় বালিকা আর্শিয়া দাসকে তৃতীয় স্থানে রেখে রানার্স খেতাব পেয়েছে অভিজ্ঞান ঘোষ। অভিজ্ঞান ঘোষ সাড়ে সাত পয়েন্ট পেলেও আর্শিয়া দাস পেয়েছে সাত পয়েন্ট। তবে মহিলাদের বিভাগে আর্শিয়া সকলের শীর্ষে রয়েছে। উল্লেখ্য, পয়েন্টের নিরিখে সমান হলেও ভোকলস পয়েন্টের ভিত্তিতে শাক্য সিংহ মোদক চতুর্থ, আয়ুষ সাহা পঞ্চম, তপোজিৎ মজুমদার ষষ্ঠ, উমাশঙ্কর দত্ত সপ্তম, দিব্যজ্যোতি সরকার অষ্টম, রমেশ কলই নবম এবং শ্রেয়সী সাহা দশম স্থান পেয়েছে ।ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন আয়োজিত এই সিনিয়র দাবায় ১০২ জন দাবাড়ু অংশগ্রহণ করেছিল। ২৪ জুন শনিবার সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে প্রতিদিন তিন রাউন্ড করে টানা তিন দিনে নয় রাউন্ডের প্রতিযোগিতা আজ, সোমবার শেষ হয়েছে। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। বলাবাহুল্য, প্রতিযোগিতায় আরবিটারের ভূমিকায় ছিলেন অনুপম ভট্টাচার্য।