নেশা মুক্ত ত্রিপুরা গড়াল লক্ষ্যে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷  নেশা মুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে ত্রিপুরা পুলিশের তরফ থেকে রবিবার এক সচেতনতামূলক রেলি সংগঠিত করা হয়৷  উমাকান্ত মাঠ থেকে রিয়েলিটি শুরু হয়ে সিপাহী জেলায় গিয়ে শেষ হয়৷  রাজ্য সরকার ও রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করেছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী এ বিষয়ে রাজ্যের জনগণের প্রতি বার্তা দিয়েছেন৷ নেশা মুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এর রাজ্য সরকার৷ রাজ্য সরকারের এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য পুলিশ ও নিরাপত্তা কর্মীরা প্রয়াস অব্যাহত রেখেছে৷ নেশার কবলে পড়ে রাজ্যের যুবসমাজ ক্রমশ ধবংস হয়ে যাচ্ছে৷ উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ জনসচেতনতা বৃদ্ধি করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার সকালে উমাকান্ত ময়দান থেকে এক সচেতনতামূলক রেলি সংগঠিত করা হয়৷ র্যালিটি সিপাহীজলা জেলা পরিক্রমা করে৷ সবুজ পতাকা নেড়ে রেলির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য পুলিশের আইজি এম ডারলং৷