নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.) : মণিপুরে চলমান সহিংসতা নিয়ে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেল তিনটায় অনুষ্ঠিত বৈঠকে বিজেপি, কংগ্রেস সহ ২২টি দলের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেছেন।
আজ বিকাল তিনটায় সংসদ ভবন চত্বরে সর্বদলীয় বৈঠকের আয়োজন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় তিন ঘণ্টার বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবীণ কংগ্রেস নেতা ওখরাম ইবোবি সিং, আরজেডি সাংসদ মনোজ ঝা, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) প্রিয়াঙ্কা চতুর্বেদি, মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা এনপিপি-প্রধান কনরাড কে সাংমা, এসকেএম থেকে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং, তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন সহ অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিজেপি নেতা সম্বিত পাত্র জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা সর্বদলীয় নেতাদের সামনে ব্যাখ্যা করেছেন, মণিপুরে সহিংসতা রোধে এখন পর্যন্ত কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সব দলের নেতা রাজনৈতিক মতপার্থক্যকে পাশে রেখে তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন।
আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, বৈঠকে খোলা মনে আলোচনা হয়েছে। সব দলের প্রতিনিধি মণিপুরে কীভাবে শান্তি ফেরানো যায় সে সম্পর্কে নিজের নিজের দৃষ্টিভঙ্গি উপস্থান করেছেন। ঝা বলেন, প্রায় সব দলই মনে করে, সেখানকার রাজনৈতিক নেতৃত্বের ওপর জনগণ আস্থা রাখে না। সরকারকে এ বিষয়ে ভাবতে হবে।
উল্লেখ্য, মণিপুরে মেইতেই সম্প্রদায়কে এসটি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গত ৩ মে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। সমাবেশের আয়োজন করে অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন মণিপুর। ওই সমাবেশের পর এক মিছিল সংগঠিত হয়। মিছিল থেকে শুরু হয় সহিংসতা। সংগঠিত সহিংসতায় এখন পর্যন্ত শতাধিক নাগরিকের মৃত্যু হয়েছে। রাজ্যান্তর হয়ে প্রতিবেশী রাজ্যগুলিতে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মণিপুরি। তবে সহিংসতা বন্ধ করতে কেন্দ্র ও রাজ্য সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে।