নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ সর্বভারতীয় ক্ষেত্রে নৃত্যরত্ন সপ্তম বর্ষ পরীক্ষায় কলা মন্ডলের শিল্পী গৌতম দাস লোকনৃত্য পরীক্ষায় প্রথম স্থান এবং শ্রীমতি বৈদেহি দাস সর্বভারতীয় ক্ষেত্রে কত্থক নৃত্যে নৃত্যরত্ন সপ্তম বর্ষ পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেছে৷ বঙ্গীয় সঙ্গীত পরিষদ কলকাতা এর অধীনে সর্বভারতীয় ক্ষেত্রে নৃত্যরত্ন সপ্তম বর্ষ পরীক্ষায় কলা মন্ডলের শিল্পী গৌতম দাস ’লোকনৃত্য’ পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেছে৷ কলা মন্ডলের শিল্পী শ্রীমতি বৈদেহি দাস, সর্বভারতীয় ক্ষেত্রে কত্থক নৃত্যে, নৃত্যরত্ন সপ্তম বর্ষ পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করে রৌপ্য পদক পায়৷ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে সমাবর্তন অনুষ্ঠানে লোক নৃত্যে গোল্ড মেডেল এবং কত্থক নৃত্যে সিলভার মেডেল তুলে দেওয়া হয় শিল্পীদের৷ শিল্পীদের নৃত্য গুরু ছিলেন কলা মন্ডলের নৃত্য গুরু জবা ঘোষ সূত্রধর৷ সহযোগিতায় ছিলেন নৃত্য গুরু জবা ঘোষের ছাত্রী নৃত্যশিক্ষিকা শ্রীমতি অনিমিতা ভৌমিক, শ্রীমতি শতরূপা দত্ত চৌধুরী, শ্রীমতি সংগীতা দাস, তবলা গুরু দুলাল আচার্য, তবলা শিক্ষক অশোক নাথ, সংগীত গুরু শ্রীমতি সোমা দেব সূত্রধর, শ্রীমতি শুভঙ্করী আচার্য৷