কাঞ্চনপুর (উত্তর ত্রিপুরা), ২৪ জুন (হি.স.) : মিজোরাম-ত্ৰিপুরা সংযোগী জাতীয় সড়কে স্থানীয় জনতা জ্বালিয়ে দিয়েছেন দুটি বাৰ্মিজ সুপারি বোঝাই ট্ৰাক৷
বার্মিজ সুপারি বোঝাই দুটি ট্রাক উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের দিকে আসছিল। সূত্ৰের খবর, মিজোরাম থেকে বার্মিজ সুপারি বোঝাই করে দুটি ট্ৰাক ত্ৰিপুরার দিকে আসছিল। কিন্তু প্রতিবেশী দুই রাজ্যের সীমান্তবর্তী জাতীয় সড়কে ওই দুটি ট্রাকে অগ্নিসংযোগ করে দেওয়া হয়। এতে দুটি ট্রাকই জ্বলে ভস্ম হয়ে গেছে।
ধারণা করা হচ্ছে, বার্মিজ সুপারি বোঝাই দুটি ট্রাক ত্রিপুরার কাঞ্চনপুর হয়ে অসমে প্রবেশ করার কথা ছিল। পরবর্তীতে অসম হয়ে উত্তর-প্রদেশে সেগুলি পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের।